অনলাইন ডেস্ক:- অন্তত তিনজন সুন্নি মুসলমান মহিলা মালয়েশিয়া থেকে মধ্যপ্রাচ্যে গেছেন আইএস যোদ্ধাদের ‘প্রেমের সান্ত্বনা’ দিতে৷ এই জিহাদ আল নিকা বা বৈবাহিক জিহাদের ডাক দেওয়া হয়েছিল আই এস-এর তরফ থেকে, গত জুন মাসে৷
তারা আবার খবরটা পায় মালয়েশীয় গুপ্তচর বিভাগের এক কর্মকর্তার কাছ থেকে৷ আই এস জঙ্গি গোষ্ঠী মুসলমান পরিবার বর্গের প্রতি আহ্বান জানিয়েছিল, তাদের কুমারী কন্যাদের বৈবাহিক জিহাদের জন্য ‘ইসলামিক রাষ্ট্রে’ পাঠাতে৷
শুধু মালয়েশিয়া থেকেই নয়, অস্ট্রেলিয়া ও ব্রিটেন থেকেও একাধিক সুন্নি পরিবারের মহিলা এভাবে মধ্যপ্রাচ্য যাত্রা করেছেন, বলে জানিয়েছেন মালয়েশীয় গুপ্তচর বিভাগের কর্মকর্তাটি৷খবরটা মালয়েশিয়ার ইনসাইডার নিউজ পোর্টালের৷ ব্রিটেনের যে ৬০০ নাগরিক আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছে, তাদের সকলে ‘ফ্রন্ট লাইনে’ নেই: কিছু মুসলমান মহিলা পুরুষ যোদ্ধাদের ‘যৌন সান্ত্বনা’ দিচ্ছেন, বলে কর্মকর্তাটি জানান৷
জিহাদ আল নিকাবা বৈবাহিক জিহাদের ধার ণাটা প্রথমচালু করেন এক মৌলবাদী ওয়াহাবি মৌলবী, ২০১৩সালে, যখন তিনি মহিলাদের প্রতি ‘যৌনসেবা’ দানের আহ্বান জানান৷ খবর:ডিডাব্লিউ,এর মাধ্যমে না কি সিরিয়ায় বাশার আল-আসাদের বিরুদ্ধে যারা লড়ছে, সেই সব যোদ্ধারা প্রেরণা পাবে৷