মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০০ মরদেহের সন্ধান

usa 13 -1আন্তর্জাতিক ডেস্কঃ- আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক হাজারের বেশি মরদেহের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ সেখানে খনন কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে। ক্যাম্পাসে একটি নতুন পার্কিং লট তৈরি  জন্য খনন কাজ করতে গেলে মরদেহের পাওয়ার এ বিভত্‌স ঘটনা উন্মোচন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে- একশ’ বছর আগে আশ্রয়প্রার্থী মানসিক রোগীদের মরদেহ এগুলো।বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জ্যাক মাজুরাক জানান, বিশ্ববিদ্যালয়ের এ ক্যাম্পাসটি ১৮৫৫ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত পাগলাগারদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, সেখানে মানুষের কঙ্কাল বা মরদেহ পাওয়া অপ্রত্যাশিত কিছু নয়। এই প্রতিবেদনটি রেডিও তেহরানর, এ মুখপাত্র আরো জানান, ২০১২ সালে একটি রাস্তা বাড়ানোর কাজের সময় এ ধরনের কবরের সন্ধান পাওয়া গিয়েছিল। তাঃ-১৩ ফেব্রুয়ারি২০১৪।

 

Exit mobile version