অনলাইন ডেস্ক:- মদ পান করে মাতাল হয়েছিলেন মা। আর ওই অবস্থায় বুকের দুধ খাওয়ালেন তিন মাসের শিশুপুত্রকে। ফল যা হওয়ার তাই। দুধের সঙ্গে মিশে থাকা মদের বিরূপ প্রভাব পড়ল শিশুটির শরীরে। শিশুটির পুরো শরীর লাল হয়ে যায়। প্রচণ্ড জ্বর এসে শিশুটি শেষে মৃত্যুর মুখে পতিত। এখন তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করার চেষ্টা চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে। জানা গেছে, শিশুটির মা ঝাং শিন একটি পার্টিতে গিয়ে প্রায় আদ লিটার কড়া মদ পান করেছিলেন। এরপর তিনি তার ক্ষুধায় কান্নারত তিন মাস বয়সী শিশুকে বুকের দুধ পান করান। পান করার পর ওই শিশুটির মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। শিশুটির মা বুঝতে পারেন, শিশুটি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। চিকিৎসকরা জানিয়েছেন, মা মদ পান করায় তার দুধ খেয়ে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে।সূত্র:ইন্টারনেট
মায়ের বুকের দুধ খেয়ে শিশু অসুস্থ
Share This