মহাজোট সরকারের শেষ বাজেটকে নির্বাচন বিলাসী বাজেট :- এরশাদ

জি নিউজঃ- অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এক বিবৃতিতে- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, এ বাজেটকে আমি এক কথায় উচ্চাভিলাষী বাজেট বলতে চাই না। এটাকে গণবিরোধী বা  গণমুখী বাজেট হিসেবেও অভিহিত করতে চাই না। মূলত এটা হয়েছে একটা নির্বাচন-বিলাস বাজেট। গতবৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়ন করা নিয়ে সংশয় রয়েছে মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যানের। তিনি বলেন যদি বাস্তবায়ন করা যায় তো ভালো, তবে সে আশা সফল হবে বলে মনে হয় না, এরশাদ, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন,  সব সরকারই তার মেয়াদের শেষ বাজেটে আসন্ন নির্বাচনে জনগণের আনুকূল্য লাভের জন্য জনগণের চোখে পড়ার মতো জনকল্যানমুখী বরাদ্দ বা সুযোগ-সুবিধার কথা উল্লেখ রাখে। এই বাজেটেও এর ব্যাতিক্রম কিছু ঘটেনি। তবে যতটা সংযমী ও সাশ্রয়ী হওয়ার কথা ছিল, রাজনৈতিক-বাস্তবতার- কারণে তা ঘটেনি বলে মনে করেন তিনি। নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই রাষ্ট্রপতি এরশাদ । হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের পার্থক্য ,ভারসাম্যহীন। এদিকে দেশে যদি স্বাভাবিক অবস্থা থাকে এবং গণতান্ত্রিকভাবে দেশ অগ্রসর হতে পারে, তাহলে এই বাজেট তিনটি সরকারের হাতের  ছোঁয়া পাবে। এতে বেশি সমস্যা হবে নতুন সরকারের জন্য। এদিকে ১১১ প্রার্থীর নাম জানালেন- এরশাদ

Exit mobile version