জি নিউজ বিডি ডট নেট ঃ- সারা দেশে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত, সরকার সারা দেশে নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ আনা হয়।সেই সঙ্গে প্রার্থীবিহীন নির্বাচনকে প্রহসনমূলক বলে চিহ্নিত করা হয়। আজ সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, একতরফা নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথ, রেল ও নৌপথ অবরোধের এ কর্মসূচি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান আরও বলেন, সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনসমূহকে এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। এতোদিন অঘোষিতভাবে হলেও এবার সরকার ঘোষণা দিয়েই দলীয় বাহিনীকে বিরোধী দলের আন্দোলন দমনে মাঠে নামাচ্ছে। এর ফলে নিশ্চিতভাবেই সহিংসতা বাড়বে এবং জনগণের জান-মালের ক্ষতি বাড়বে।দেশকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার এমন সিদ্ধান্ত শুধু হঠকারী নয়—আত্মঘাতী।তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারানকো যখন মধ্যস্থতা করছিলেন তখন বিএনপির আন্দোলন চলছিল।সরকার তাদের অবস্থানে কোনো ছাড় দেয়নি, বিএনপিও তাদের অবস্থানে আছে। নজরুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিকে বাদ দিয়ে সরকারের আজ্ঞাবাহক নির্বাচন কমিশন নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা দেশ বিদেশী কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। ঘোষিত কর্মসূচির পরও যদি সরকার নির্বাচন স্থগিত না করে তবে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব” দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই রেকর্ডসংখ্যক প্রার্থীর বিজয়ের সমালোচনা করে তিনি বলেন-১৫৪ জন বিনা প্রতিদ্ধনিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিশ্বের কোথায় এমন নজির আছে কি না তা আমার জানা নেই। গণতন্ত্রের ভুয়া লেবাস পড়ে যারা গণতন্ত্র ধ্বংস করছে জনগণ তাদের কোনো দিনও ক্ষমা করবে না। র্যাবের – বিরুদ্ধে অভিযোগ- বিএনপির সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন বর্তমান সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম ও অপহরণের মতো অপকর্মে নিয়োজিত করে র্যাবের ভূমিকাকে ধ্বংস করে দিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাবের -পুলিশ কর্তৃক বিরোধী নেতা-কর্মীদের নির্মমভাবে হত্যা ও গুমের পৈশাচিক’ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। একই সঙ্গে এসব অমানবিক ঘটনা তুলে ধরে বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে দেশি-বিদেশি প্রচারমাধ্যমের প্রতি আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তাঃ-১৭ডিসেম্বর ২০১৩
মঙ্গলবার থেকে সারা দেশে ৭২ ঘণ্টার অবরোধ
Share This