জি নিউজ অনলাইনঃ- রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকার সোনালী বাগে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।নিহতরা হলেন- বৃষ্টিওরফেরানু (৩০), মুন্না (২২) ওবেলাল (২০)।আহতহয়েছেনহৃদয় (১৮) নামেরএকজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১০-১২জন সন্ত্রাসী সোনালীবাগের চান বেকারির গলির ওই বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেক হক সাংবাদিকদের বলেন, রাত সাড়ে৮টার দিকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক রানু, মুন্না, বেলালকে মৃত ঘোষণা করেন। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন,নিহত রানু টিনশেড ওই বাড়ির মালিক এবং মোল্লা ও বেলাল ভাড়াটিয়া বলে জানা গেছে।আহত হৃদয় নিহত রানুর ভাই।
এদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলে ওহত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেন নি তিনি।নিহত রানুর চাচা শাহআলম সাংবাদিকদের বলেন, একমাস আগে থেকে কালু নামে এক সন্ত্রাসী দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল । চাঁদা না দেওয়ায় কালুস দলবলে এসে গুলি চালিয়ে যায়।
এদিকে রমনা থানার ওসি মশিউর রহমান জি নিউজকে জানান, সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকা- বলে প্রাথমিকভাবে জানা গেছে।তবে তদন্ত ছাড়া প্রকৃত ঘটনা কী ঘটেছে, তা বলা যাবেনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।