আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃআত্ম শক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না, এই শ্লোগানে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষে সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনায় ভোলা শহরের মাছুমাখানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চারদিনব্যাপী ‘এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত হয়। ‘ব্রিটিশ কাউন্সিল’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে’র সার্বিক সহযোগিতায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার বরিশালের আয়োজিত উক্ত প্রশিক্ষণে ভোলা সরকারী কলেজ, সরকারী শহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণে প্রত্যেক অংশগ্রহণকারী কীভাবে নিজেকে একজন সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলবেন, তার কৌশল-পদ্ধতি তুলে ধরাসহ সংবিধানের মৌলিক অধিকারগুলোর সঙ্গে পরিচয় করানো হয়। দেশের উন্নয়নে একজন সক্রিয় নাগরিকের কী করণীয় তাও উপস্থাপন করা হয়। এছাড়া প্রশিক্ষণে কমিউনিটি তথা এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগণকে সংগঠিত করার বিভিন্ন কৌশল স¤পর্কে ধারণা প্রদান ও শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটানোর কায়দা হাতে কলমে শেখানো হয়।
গত ৪ থেকে ৭ ফেব্রæয়ারী পর্যন্ত প্রশিক্ষণ শেষে শনিবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ পারভিন আক্তার অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা সিপিবি সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, প্রবীন সাংবাদিক আবু তাহের, বিলকিছ জাহান মুনমুন, জেলা সুজনের সহ-সভাপতি মোঃ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রশিক্ষণ একজন মানুষের জীবনকে নতুন করে গড়ে তোলে। একজন শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যাদের মধ্যে দায়িত্ব গ্রহণের মানসিকতা আছে তারাই পারবে সমাজকে বদলাতে।