আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলায় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংঘঠন এডভ এর আয়োজনে ভোলা জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এ সেমিনার অষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন এডভের উর্ধ্ধতন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা সহ বিশিষ্ঠ জনেরা। আলোচনা সভায় বক্তারা সংবিধানের আলোকে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বআরোপ করেন। বক্তারা বলেন নারী নীতি ২০১১ বাস্তবায়নের তাগিদ দেন। নারীর মানবাধিকার নিশ্চিত করতে সন্তানের পরিচয়ে সন্তানের নামের সাথে পিতা মাতার উভয়ের নাম অন্তর্ভূক্ত করার দাবী জানান।