ভোলায় ক্যাবল অপারেটরদের ১০ দফা দাবীতে মানববন্ধন

manob bondhon bholaভোলা প্রতিনিধি:ক্যাবল টিভি নীতিমালার সংশোধন, ক্যাবল টিভিকে শিল্প হিসাবে ঘোষণা ও ব্যাংক লোনের ব্যবস্থাসহ ১০ দফা দাবী আদায়ে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে কোয়াব সংগঠন মুক্তধরা ভোলার শাখা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে ভোলা জেলার ৭ উপজেলা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, শেরপুর, লালমনিরহাট, নীলফামারীসহ দেশের ২০টি জেলার দুই শতাধিক কোয়াব নেতৃবৃন্দ অংশগ্রহন করে তাদের দাবীর সাথে একাগ্রতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন, কোয়াব এর মুক্তধারা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব লায়ন মো: ফিরোজুল ইসলাম, যুগ্ন আহবায়ক তালাত ইকবাল, বরিশাল বিভাগীয় সমš^য়কারী পলাশ মাহমুদ, পাবনার মোস্তফা কামাল, সোহেল মাহামুদ, রমজান আলী, মনজুরুল আলম, আরিফুল ইসলাম, ভোলার কমিটির শামিম আহমেদ, আনোয়ার হোসেন, মঞ্জুর প্রমুখ।
বক্তরা বলেন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে কোয়াব জন স্বার্থে কাজ করে আসলেও সরকার থেকে কোন উপযুক্ত সুযোগ সুবিধা পাচ্ছেনা, তাই সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীদের দাবী আদায়ের কথা উল্লেখ করেন বক্তরা। অন্যথানায় আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে কোয়াবের নেতৃবিন্দ একটি মিছিল বের করে ভোলার জেলা প্রশাসনের বরাবরে স্মারকলিপি প্রদান করে।

Exit mobile version