আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃবাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ভোলা জেলা শাখার আয়োজনে শুক্রবার এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পর্টির সভাপতি মোবাশ্বির উল্লা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব কামাল। জেলার সাধারন সম্পাদক মোনায়েম চৌধুরী। অনুষ্ঠানে ভোলার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন দেশ আজ গভীর সংকটের মধ্যে আছে। গণতন্ত্র ও সুসাশন আজ ধ্বংসের মুখোমুখি। দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। দ্বী-দলীয় জোটের বাইরে বাম গণতান্ত্রিক ৩য় শক্তি গড়ে তোলার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
ভোলায় কমিউনিস্ট পার্টির সুধী সমাবেশ
Share This