আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃদশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোলার চরফ্যামনে একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির এক তৃতীয়াংশ পুড়ে যায়। এঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংঘঠনের ৯০ ব্যাক্তিকে আসামী করে চরফ্যাশন থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামী হিসেবে ছাত্রদল কর্মী তিলক’কে আটক করেছে পুলিশ। উল্লেখ্য অজ্ঞাত ব্যক্তিরা চরফ্যাশন টিবি স্কুলের সামনে অপেক্ষমান একটি বিআরটিসি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাষ্ট্রিয় সম্পদ নষ্টের অভিযোগে পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা সালাহ উদ্দিন মুরাদ বাদী হয়ে ৪৭ জনের নাম উলেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। অপর মামলাটি দায়ের করেন আওয়ামীলীগ নেতা পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা তাপস চন্দ্র দাস এ মামলার অভিযোগে বলা হয় ৪জানুয়ারী রাতে বিএনপি কর্মীরা তাকে মারধোর ও কাগজ পত্র পুড়িয়ে দেয়। এ মামলাতেও ৪০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীকে আসামী করা হয়।