আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলার চরফ্যাশন-শশীভূষন সড়কে ট্রাক লড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চরফ্যাশনের বিআরডিবি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত হোসেন চরফ্যাশন পৌর ৬নং ওয়ার্ডের মোঃ ইউসুফ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রসুলপুর থেকে একটি ইট বোঝাই ট্রাক চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে বিআরডিবি মোড়ে মোঃ হোসেনকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে নিহত শিশুর পরিবার ও ট্রাক লড়ির মালিক পক্ষের সাথে সমঝোতার ভিত্তিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করলে পারিবারিক হেফাজতে দাফন করা হয়েছে।