জি নিউজঃ-বিরোধী দলীয় চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন বিএনপি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না । তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র চাইলে বেগম জিয়া তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু তালবাহানা করলে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই।” প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “জনগণের টাকা খরচ করে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট চেয়ে কোনো লাভ নেই বিএনপি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না। ফারুক বলেন জনগণ আপনাদের ভোট চুরি করতে দেবে না। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণই এই নির্বাচনকে প্রত্যাখান করবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত ‘সংবাদ পত্রের স্বাধীনতা ও বিপন্ন গণতন্ত্র, মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে আটকে রেখেছে। আমরা কথা দিচ্ছি মাহমুদুর রহমানকে বেশি দিন বন্দি থাকতে হবে না। বিএনপি ক্ষমতায় আসলেই তাকে ছাড়িয়ে আনা হবে। ফারুক বলেন, বর্তমান সরকারের আমলে মিডিয়ার লোকজন বেশি নির্যাতনের শিকার হয়। এই সরকারের আমলে ১৮ জন সাংবাদিক হয়েছে। আওয়ামী লীগ সরকার তাদের অধীনে নির্বাচন করার ঘোষণা দিতে পারলেও ভোটের বাক্স তারা পাবে না বলে তিনি জানান। সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল কবির শিকদার রেজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, প্রমুখ। তাঃ- ০৯ অক্টোবর, ২০১৩
ভোট চেয়ে কোনো লাভ নেই বিএনপি ছাড়া সংসদ নির্বাচন হবে না – ফারুক
Share This