জি নিউজ বিডি ডট নেটঃ- ভোটারবিহীন নির্বাচনের জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। ভোটবিহীন নির্বাচনে গঠিত সরকার আর যাই হোক তা কোনোক্রমেই জনগণের সরকার হতে পারে না-উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রকাশ্যে না বললেও এ সত্য নিশ্চয়ই উপলব্ধি করেন। এ কারণে শাসক দলকেই এজন্য ভবিষ্যতে রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন । উল্লেখ-৫ জানুয়ারির নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, আগামী পাঁচ বছর তার খেসারত দিতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। রিপন বলেন, সংসদের বর্তমান বিরোধী দল অনৈতিক ও অবৈধ। তারা আইনসম্মতভাবে নির্বাচিত নয়। এই বিরোধী দলের নেতারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার প্রতি অসম্মান করেছেন। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একসময় গণবাহিনী, গণসৈনিক সংস্থার মাধ্যমে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত ছিলেন। তিনি এখন সেনাবাহিনীর জন্য মায়াকান্না দেখাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিসহ অনেকেই । তাঃ-২২ জানুয়ারি ২০১৪।
ভোটার বিহীন নির্বাচনের খেসারত’আওয়ামী লীগকেই দিতে হবে-বিএনপি
Share This