ভেঙে দেওয়া হয়েছে গণজাগরণ মঞ্চ

gnewsনিজস্ব প্রতিবেদক, জি নিউজ : জামায়াত ইসলামী নিষিদ্ধের দাবিতে গত তিন মাস ধরে আন্দোলন চালিয়ে আসা এই গণজাগরণ মঞ্চ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু গণজাগরণ মঞ্চের  আন্দোলন । জামায়াতে ইসলামী নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে সারা দেশে ছড়িয়ে পড়ে সে গণজাগরণ মঞ্চের ঢেউ। এদিকে সোমবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে পুলিশ এসে শাহবাগ মোড়ের বেরিকেডের  বাহিরে নিয়ে যায়। তারপর মিডিয়া সেল ,  মুলমঞ্চ   সহ সব ক্যাম্প ভেঙে দেয় পুলিশ । এদিকে হেফাজতের সমাবেশ চলার সময়ই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক বাংলা থেকে পল্টন পর্যন্ত এলাকায় ব্যাপক ভাংচুর চালায় হেফাজতকর্মীরা, আগুন দেয় বহু ভবন ও গাড়িতে। হেফাজতকর্মীদের হামলা চালায় পল্টনে কমিউনিস্ট পার্টির ভবনেও, যে মঞ্চ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার- সেই  গণজাগরণ মঞ্চের ভেঙে দেয় পুলিশ ।

Exit mobile version