জি নিউজ বিডি ডট নেট ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত১৫ জন। নিহতরা হলেন- লিটন (৩০), হেলাল (৩২), সালাম (৪৮), আকরাম (২৫), আশরাফ (২৭)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ভালুকায় মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, আহতরা টঙ্গী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে শরীক হওয়ার জন্য যাচ্ছিল বলে জানা তিনি। পথে ভালুকায় মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে ।এদিকে আহতদের হাসপাতালে নেয়ার হয়েছে বলে জানা গেছে। তাঃ-০২ফেব্রুয়ারি ২০১৪।