অনলাইন ডেস্ক ঃ- এক মার্কিন পর্যটক মহিলাকে গণধষর্ণের অভিযোগে ভারতের একটি আদালত আজ (মঙ্গলবার) তিন নেপালি নাগরিককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। হিমাচল প্রদেশের একজন জেলা জজ আজ এই রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তদন্তে নিয়োজিত পুলিশ দলের প্রধান বিনোদ কুমার ধাওয়ান। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে ৩০ বছর বয়সী ওই মার্কিন মহিলা বলেছিলেন, ট্যাক্সি না পেয়ে মানালি মহাসড়ক ধরে হেঁটে যাওয়ার পথে একটি ট্রাকে লিফট চাইলে ট্রাকচালক তাকে হোটেলে পৌঁছে দিতে রাজি হন। ট্রাকে করে কিছুদূর যাওয়ার পর ট্রাক চালক ও তার দুই সহযোগী তাকে এক ঘণ্টাব্যাপী ধষর্ণ করে। গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লির একটি বাসে এক প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ভারতে তীব্র আলোড়ন সৃষ্টি হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে গত জুনে এ ধর্ষণের ঘটনা ঘটেছিল। ভারতে চলতি বছর বিদেশি পর্যটকদের ওপর যে ধারাবাহিক ধর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে এটি তার অন্যতম। এর আগে সুইজারল্যান্ডের এক সাইকেলিস্টকে ধর্ষণের দায়ে গত জুলাইয়ের শেষ দিকে ভারতের মধ্যপ্রদেশে ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। খবর রেডিও তেহরান #
ভারতে মার্কিন মহিলাকে গণধর্ষণের দায়ে ৩ নেপালির কারাদণ্ড
Share This