ভারতের পার্লামেন্টে নজীরবিহীন ঘটনা, ১৭ সংসদ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:-তীব্র হট্টগোল, মরিচ গুঁড়ো নিক্ষেপ ও হাতাহাতির মধ্য দিয়ে ভারতের লোকসভায় পেশ হলো বহুল আলোচিত তেলেঙ্গানা বিল। এ বিলের প্রতিবাদ করায় ১৭ জন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করেন। রাজ্যসভাতেও বিলটি পেশ করা হয়।লোকসভায় বিল পেশ করার আগেই সংসদে বিক্ষোভ শুরু করেন বেশ কিছু সংসদ সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিল কেড়ে নেয়ার চেষ্টাও করেন তারা। বিলের প্রতিবাদে বিজয়ওয়াডার কংগ্রেস সংসদ সদস্য এল রাজাগোপাল গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেন। এ সময় তার আশপাশের বেশ কয়েকজন সংসদ সদস্য অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন সংসদ সদস্য রাজগোপালের ওপর হামলা করেন। উদ্ভুত পরিস্থিতিতে সংসদের নিরাপত্তা রক্ষীরা রাজগোপালকে আটক করে সংসদের বাইরে নিয়ে যায়। এ সময় পকেট থেকে ছুরি বের করেন টিডিপির সংসদ সদস্য বেণুগোপাল। তবে, তিনি দাবি করেন, তার হাতে ছুরি ছিল না, মাইক ছিল। হাতাহাতিতে জড়িয়ে পড়া এমপিদের থামাতে গিয়ে আহত হন তৃণমূলের সংসদ সদস্য সৌগত রায়। এই ঘটনার পর স্পিকার মীরাকুমার বিকেল ৩টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। তিনি এ দিনটিকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ হিসেবে অভিহিত করেন। এছাড়া, সংসদ বিষয়কমন্ত্রী কমলনাথ এ ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।  এরইমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ১৭ জন সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন কংগ্রেসের, ২ জন ওয়াই এসআর আর বাকি ৪ জন টিডিপির সংসদ সদস্য। এদিকে, রাজ্যসভায়ও তেলেঙ্গানা বিল পেশ সময় ব্যাপক গোলযোগ হয়েছে। বিলটি পেশের প্রতিবাদে কয়েকজন সংসদ সদস্য রাজ্যসভার ডেপুটি স্পিকারের মাইক ভেঙে দেয়ার চেষ্টা করেন। অন্ধ্রপ্রদেশের কংগ্রেসদলীয় চারজন সংসদ সদস্য পদত্যাগও করেন। এরপর রাজ্যসভা আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতুবি করে দেয়া হয়। অন্ধ্র প্রদেশকে ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকালও ভারতের পার্লামেন্টে বিক্ষোভ হয়েছে।খবর রেডিও তেহরান এর বিক্ষুব্ধ পার্লামেন্ট-সদস্যরা প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে স্লোগান দেন, সভার কাগজপত্র ছিঁড়ে উড়িয়ে দেন, এমনকি পক্ষে-বিপক্ষের সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এই বিলের বিরোধী বেশ কিছু সংসদ সদস্য এরইমধ্যে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তাঃ-১৪ ফেব্রুয়ারি২০১৪।

 

 

Exit mobile version