২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দল ।
স্পোর্টস ডেস্কঃ- ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বিশ্ব অলিম্পিকে দেশটির ফেরার পথ সুগম হল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) মুখপাত্র মার্ক অ্যাডামস এ খবর জানিয়েছেন। ভারতে দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আইওএ’র কর্মকর্তা হিসেবে নির্বাচিত করার কারণে আইওসি ২০১২ সালে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে রোববার আইওএ’র নয়া ভোটাভুটিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আর এ নির্বাচনের পরপরই আজ (মঙ্গলবার) সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল। রাশিয়ায় চলমান সোচি শীতকালীন অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা আইওসি’র পতাকায় অংশ নিয়েছেন। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা এখন ভারতীয় পতাকা নিয়েই ওই অলিম্পিকে অংশ নিতে পারবেন। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন আইওএ’র মহাসচিব রাজীব মেহতা। আইওসি’র পক্ষ থেকে এরইমধ্যে এ সংক্রান্ত বার্তা দিল্লিতে জাতীয় সংস্থার দফতরে এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। আইওএ’র ওপর থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে ভারতীয় ক্রীড়া মহলে স্বস্তি ফিরে এসেছে। 〱攮數-রেডিও তেহরান তাঃ- ১২ ফেব্রুয়ারি২০১৪।