অনলাইন ডেস্ক,জি নিউজঃ- ভারতের অন্ধ্র প্রদেশে আজ (বুধবার) খুব ভোরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরে ৫ জন সফটয়্যার ইঞ্জিনিয়ারসহ ৪৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের মাহাবুবনগর জেলার ব্যাঙ্গালোর-হায়দ্রাবাদ জাতীয় মহাসড়কে। বাসটির চালক ওভারটেকের চেষ্টা করার সময়ে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল দ্রুত ধাবমান ভলবো বাসটি একটি কালভার্টে ধাক্কা খায় এবং বাসটির ডিজেল ট্যাংকে আগুন ধরে যায়। স্থানীয় সময় ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে এবং এ সময় যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। বাসটির ভেতর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই এটি পুড়ে ছাই হয়ে যায় বলে নিকটবর্তী গ্রামের অধিবাসীরা জানিয়েছেন। হতভাগ্য যাত্রীদের লাশ শনাক্ত করার কোনো উপায় নেই বলেও জানান তারা। পুলিশ বলেছে, এ দুর্ঘটনায় ৪৪ যাত্রী নিহত হয়েছে। বাসটির চালক, হেল্পার এবং পাঁচ যাত্রী প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন বলে ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে। চালক এবং হেল্পার পালানোর চেষ্টা করার সময়ে ধরা পড়ে এবং তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে। গত মে মাসে ভারতের হিমাচল প্রদেশে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে ৩৩ যাত্রী নিহত হয়েছিল। ভারতে অশিক্ষিত গাড়ি চালক, লক্কর-ঝক্কর মার্কা বাস বা যানবাহন চলাচল, ভাঙাচোরা রাস্তাঘাট এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করার কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা প্রায়ই দুই অঙ্কে প্রকাশ করতে হয়। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর হিসাব মতে, ২০১১ সালে দেশটিতে কেবলমাত্র সড়ক দুর্ঘটনায় ১,৩১, ৮৩৪ ব্যক্তি মারা গেছে। এ ছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের হিসাব অনুযায়ী, ভারতে সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারায় তাদের ৮ শতাংশ গাড়ি চালক বা যাত্রী এবং ৩২ শতাংশ মোটর সাইকেল বা বেবি ট্যাক্সি আরোহী। খবর রেডিও তেহরান এর তাঃ- ৩০অক্টোবার ২০১৩
ভারতের অন্ধ্র প্রদেশে বাসে আগুন: ৪৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু
Share This