ভবিষ্যতের প্রযুক্তি দেখা যাবে সিইএস মেলায়

dw gঅনলাইন ডেস্কঃ-  যুক্তরাষ্ট্রের ঝলমলে শহর লাস ভেগাসে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রযুক্তি মেলা সিইএস৷ ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে প্রতি বছর প্রচুর দর্শনার্থী উপস্থিত হন সেই মেলায়৷ ১৯৬৭ সালে নিউ ইয়র্কে প্রথম এই মেলা বসেছিল৷ কনজিউমার ইলেকট্রনিক্স শো সংক্ষেপে সিইএস নামের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত৷ স্মার্টফোন, ট্যাবলেট কিংবা পার্সোনাল কম্পিউটার ছাড়িয়ে যেসব পণ্য ইন্টারনেটের সঙ্গে যুক্ত সেগুলো প্রদর্শিত হবে মেলায়৷ যেমন সেন্সর বসানো গাড়ি৷ এই গাড়ি আপনাকে পার্ক করতে সাহায্য করার পাশাপাশি আপনি যদি জোরে গাড়ি চালাতে থাকেন তাহলে আপনাকে সেটা জানিয়ে সাবধান করে দেবে৷ এছাড়া মেলায় গেলে দরজা লাগানোর এমন তালা দেখতে পাওয়া যাবে, যেটা ওয়াইফাই প্রযুক্তি সমৃদ্ধ এবং যার মধ্যে সেন্সর রয়েছে৷ ফলে ঘরে ঢোকা বা ঘর থেকে বের হওয়ার সময় আপনি স্মার্টফোন দিয়েই তালা বন্ধ ও খোলার কাজটি করতে পারবেন৷

স্মার্টফোন যখন ক্যামেরা

শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

বাঁকানো স্ক্রিনের টিভি

এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

হাওয়ায় লিখুন!

কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

গুগল গ্লাস

গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

স্মার্টওয়াচ

স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

ল্যান্ডফোন + স্মার্টফোন

প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

বিশ্বের সবচেয়ে বড় টিভি

বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!

কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর

ট্যাবলেট, নোটবুক একসঙ্গে

কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
প্রতিবেদন: জাহিদুল হক | সম্পাদনা: দেবারতি গুহ

এর বাইরে সেন্সর বসানো ব্রেসলেট কিংবা পেনডেন্টেরও সন্ধান পাবেন দর্শনার্থীরা৷ এসব পরিধেয় প্রযুক্তি ব্যবহারকারীর কার্যক্রম ও স্বাস্থ্যের খোঁজখবর রাখবে৷

অত্যাধুনিক টেলিভিশন প্রযুক্তির প্রদর্শনী হিসেবে সিইএস মেলার খ্যাতি রয়েছে৷ এবারের মেলায়ও সর্বাধুনিক আলট্রা এইচডি টেলিভিশনের দেখা পাওয়া যাবে৷ থাকবে থ্রিডি প্রিন্টারও

মেলার আয়োজক প্রতিষ্ঠান কনজিউমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ শন ডুব্রাভাক বলেন, ‘‘প্রযুক্তিগতভাবে বাস্তবায়নযোগ্য ও ব্যবহারকারীর সাধ্যের মধ্যে থাকবে এমন সব পণ্যই মেলায় স্থান পেয়েছে৷ খবর DW.De এর

Exit mobile version