ব্রাজিলে কারা বিদ্রোহ: ৪ বন্দি নিহত, পণবন্দি হিসেবে আটক ২ কারারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাজিলে এক কারা বিদ্রোহে অন্তত চার বন্দি নিহত হয়েছে। এ ছাড়া, দুই কারারক্ষীকে পণবন্দি হিসেবে আটক করেছে বিদ্রোহী বন্দিরা। চার নিহত বন্দির মধ্যে দুইজনকে গলা কেটে এবং আরেক জনকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে।
ব্রাজিলের পারানা প্রদেশের কাসকাভেল শহরের কারাগারে এ বিদ্রোহ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রদেশের বিচার বিভাগের মুখপাত্র। তিনি বলেন, কারাগারের এক দল বন্দি অপর ছয় জনকে পণবন্দি হিসেবে আটক করে।

এদের মধ্যে চারজনকে হত্যা করা হয়এবংদুইজন আহত হয়।এছাড়া, দুই কারারক্ষীকে পণবন্দি হিসেবে আটকের খবরও তিনি নিশ্চিত করেন।কারাগারের ৮০শতাংশই বিদ্রোহী বন্দিদের দখলে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসংকট নিরসনের চেষ্টা ভণ্ডুল হয়েগেছে।

রোববার সকালে কারারক্ষীরা সেখানকার ১,১৪০বন্দির জন্য সকালের নাশতা নিয়ে ঢোকার পর বিদ্রোহের সূচনা হয়।কারাগার টি পুরনো এবং বিদ্রোহীরা অধিকতর সুযোগ সুবিধার দাবি করছে বলে এমুখপাত্ জানান। খবর-রেডিওতেহরান,  ব্রাজিলে পাঁচলাখের বেশিন্দি রয়েছে এবং  কারাগার গুলোর ধারণ ক্ষমতার চেয়ে এসংখ্যা অনেক বেশি।

Exit mobile version