বোস্টনে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩ জন নিহত আহত ১৩০ জন।

gnewsbd.netঅনলাইনডেস্ক, জি নিউজ: যুক্তরাষ্ট্রের ১১৭তম বোস্টন ম্যারাথনের দৌড় প্রতিযোগিতার বোমা হামলায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৩০ জনেরও বেশি । ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছে পর পর দুটি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার দুপুর আডাইটার সময় কোপলি স্কয়ারের কাছে প্রায় একই সময় এ দুই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এক ঘণ্টা পরে কয়েক মাইল দূরে অবস্থিত জন এফ কেনেডি গ্রন্থাগারেও আগুন ধরে। অবশ্য বোস্টনের বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে পুলিশ এখনো মনে করছে না। হামলার পরপরই এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা একে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে জানান তিনি । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনও তা স্পস্ট না হলেও দায়ি ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলেও ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই হামলা ঘটনার পর সমগ্র বোস্টন জুড়ে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে বিমান চলাচল ও সাবওয়ে সার্ভিস গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে আইন প্রয়োগকারী সংস্থা আরো পাঁচটি বোমা খুঁজে পায়।
হামলায় মোবাইল ফোন দ্বারা দূরনিয়ন্ত্রিত ইম্প্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এর মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত দুটি বোমাই ছিল আকারে ছোট এবং অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন। আমেরিকার সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা এ জে ক্লার্ক আইইডি বোমায় ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে বিস্ফোরণ এলাকা থেকে হামলাকারীর অবস্থান অনেক দূরে হতে পারে। সাধারণত এ রকম হামলার সময় বিস্ফোরণকারী ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে।

Exit mobile version