বৃহস্পতিবার জামায়াতের হরতাল

জি নিউজঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার ফের হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার জামায়াতের মহানগরের এক নায়েবে আমির এ হরতালের ঘোষণা দেন।

এছাড়া, রায়কে কেন্দ্র করে লাগাতার হরতাল আসতে পারে বলে জানিয়েছেন ওই নেতা।

বুধবার দুপুরে বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসি দিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের দিন ও পরের দিন হরতাল করে জামায়াত।

সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের প্রতিবাদে দেশব্যাপী ব্যাপক সহিংস ঘটনা ঘটে। রেলপথ ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুরু হয় নাশকতা। পুলিশ, সরকারি কার্যালয় ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ও হামলার শিকার হয়। এক সপ্তাহের সহিংসতায় পুলিশসহ একশ’ জনেরও বেশি মানুষ নিহত হন।

গোলাম আযমের রায়কে কেন্দ্র করে সোম ও মঙ্গলবার হরতালের মধ্যে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত নয়জন।

 

সূত্রঃ অনলাইন

Exit mobile version