বিয়ের সময় স্বামী বা স্ত্রীর আনন্দের ওপর দাম্পত্য জীবনের সুখ নির্ভর করে

অনলাইনডেস্ক:- বিয়ের সময় যিনি স্ত্রী হতে চলেছেন তার খুশিতেই নিজেদের সুখী মনে করেন পুরুষরা। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। রুটজারস ইউনিভার্সিটির গবেষকদের এক গবেষণায় বলা হয়, বিয়ের সময় একজন পুরুষের কাছে আসল বিষয়টি হলো, তার স্ত্রীর খুশি তো? স্ত্রী আনন্দ বোধ করলে তিনিও আনন্দ বোধ করেন।গবেষণা প্রতিবেদনের সহ-প্রতিবেদক ডেবোরাহ কার বলেন, এ গবেষণায় দেখা গেছে যে, বিয়ের সময় যখন নারীরা বেজায় খুশি থাকেন তখন তারা তাদের স্বামীকেও সুখী দেখতে চান। এর ফলে তাদের বিবাহিত জীবন শুরু হয় সুখকরভাবে। তবে স্বামী কেমন বোধ করছেন সে বিষয়ে ঠিক বোঝা যায় না। তারা স্ত্রীর আনন্দের সঙ্গে আনন্দ প্রকাশ করেন।গবেষকরা ৩৯৪ দম্পতির যাবতীয় তথ্য ঘাঁটাঘাঁটি করেছেন। এরা সবাই ২০০৯ সালের একটি জাতীয় গবেষণার অংশ ছিলেন যাদের উপার্জন, স্বাস্থ্য এবং অক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।নতুন এই গবেষণায় অংশগ্রহণকারীদের কয়েকটি প্রশ্ন করা হয়। এর মধ্যে ছিলো : বিয়ের সময় থেকে একে অপরকে কতটা মানিয়ে চলেন, তর্ক-বিতর্ক করেন, একে অপরকে কতটা বোঝেন এবং কতটা সুখী মনে করেন ইত্যাদি। গত চব্বিশ ঘণ্টায় তারা সুখকর কী কী কাজ করেছেন তার তালিকাও নেওয়া হয়।ওই দম্পতিদের মধ্যে যাদের বিয়ের সময় স্বামীরা কিছুটা বেশি খুশি ছিলেন তাদের দাম্পত্য জীবনটাও অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্যকর। আরো দেখা গেছে, বিয়ের সময় যে সব স্ত্রী তেমন আনন্দে ছিলেন না তাদের স্বামীরাও রীতিমতো অসুস্থ বোধ করেছেন। আবার বিপরীতটাও সত্যি হয়েছে। অর্থাৎ যে সব স্বামী বিয়ের সময় খুশি ছিলেন না, তাদের স্ত্রীরাও পরবর্তীতে স্বাস্থ্যকর সম্পর্ক এগিয়ে নিতে পারেননি।গবেষকরা বলেন, বিয়ের সময় সুখী ও খুশি থাকার ওপর পরবর্তী জীবনের সুখ নির্ভর করে। তাই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ‘জার্নাল অব ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি’তে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।সূত্র : হিন্দুস্তান টাইমস

Exit mobile version