অনলাইনডেস্ক:- আইপিএল সিজনের পর আবার সংবাদ শিরোনামে চলে এসেছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। হবে নাই বা কেন। ভারতীয় ফুটবলের এক অভিনব উদ্যোগ আইএসএল যে তারই ব্রেন চাইল্ড! কিন্তু এসবের বাইরেও নীতা আম্বানির নাম সংবাদ শিরোনামে অনায়াসেই চলে আসতে পারে। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন তিনি। কিভাবে? বেশ কয়েকদিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর গ্রুপ সিইও পরিমল নাথওয়ানির ছেলের বিয়েতে তিনি যে শাড়িটি পরে গিয়েছিলেন তার মূল্য মাত্র ৪০ লাখ রুপি!
কী এমন আছে সেই শাড়িতে? এই শাড়িটি ডিজাইন করেছেন চেন্নাই সিল্কের ডিরেক্টর শিবালিঙ্গম। বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার এগারোটি ছবি এই শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে। হাতে বোনা এই শাড়িটি শেষ করতে সময় লেগেছে এক বছর। শাড়িটি তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন ৩৬ জন শিল্পী। শাড়িটি তৈরি হয়েছে কাঞ্চিপুরমের চেন্নাই সিল্ক মিলের কর্মশালায়। নামটিও খাসা- ‘বিবাহ পাতু’। ওজনও নেহাত কম নয়! ৮ কেজি ওজনের এই শাড়ির ব্লাউজে রয়েছে নাথদ্বারার ছবি। এখানেই শেষ, নয়। সোনার সুতোয় বোনা এই শাড়িতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন মূল্যবান রতœও৷ হীরে,পান্না, চুনী, পোখরাজ, টোপাজ, মুক্তো, ক্যাটস আই এবং প্রবাল- এই হল শাড়ির উপাদান। সূত্র : ওয়েবসাইট।
বিশ্বরেকর্ড: শাড়ির দাম মাত্র ৪০ লাখ রুপি
Share This