নারায়ণগঞ্জ প্রতিনিধি,জি নিউজঃ- বিরোধী দল ক্ষমতায় আসলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, অসংবিধানিক উপায়ে যখনই ক্ষমতা দখল হয়েছে তখনই রক্তপাত হয়েছে “যুদ্ধাপরাধীর বাঁচানোর জন্য বিএনপি পাগল হয়ে গেছে। যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু হয়ে গেছে তা বাংলার মাটিতে হবে,” শনিবার বিকেলে আড়াইহাজারে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নারায়ণগঞ্জে ১৪টি প্রকল্পের উদ্বোধন শেষে বিকেলে এই জনসভার আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে তিনি নারীনেত্রী আইভী রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের কথা স্মরণ করেন। ১৫ আগস্ট নিহতের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তিনি বলেন আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম সে ওয়াদা রক্ষা করেছি। অনেক কাজ এখনো চলমান ,দেশের উন্নয়ন বিষয়ে শেখ হাসিনা বলেন, “আমরা দেশে অসংখ্য সেতু-কালভার্ট নির্মাণ করেছি। যেগুলো দেশের মানুষের অশেষ উপকার সাধন করেছে। আমরা শিক্ষা ব্যবস্থার বহু উন্নয়ন করেছি। মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা করেছি। বিশেষ করে মেয়েদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করেছি। তিনি বলেন, “আমরা মোবাইলের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। ওয়েব ক্যামেরার মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি।বিরোধী দলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তারা ক্ষমতায় এলে আবারো জঙ্গিবাদ আসবে, ধর্ষণ আসবে। আবার সেই মানুষ হত্যা শুরু করবে। খালেদা নতুন ধারার রাজনীতির নামে আবার সেই রাজনীতি শুরু করতে চান।” শেখ হাসিনা অভিযোগ করেন, “বিরোধী দলীয় নেতা এতিমদের সম্পদ লুটে খেয়েছেন, বিদেশে টাকা পাচার করেছেন। এখন তিনি আদালতে হাজির হতে ভয় পান। বাংলাদেশকে উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান। এছাড়া বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করে জাতির জনকের স্বপ্ন পূরণ করবো । এদিকে জনসভায় এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। জি নিউজ বিডি ডট নেট তাঃ-২৪-০৮-২০১৩