স্টাফ রিপোর্টার, জি নিউজ ঃ চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা ইতিবাচক সাড়া দিলে সংলাপের বসতে দু-একদিনের মধ্যেই তাঁদের লিখিত প্রস্তাব দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। লিখিত প্রস্তাব দিলে সংলাপে যোগ দেব ,বিএনপির এমন দাবির প্রসঙ্গে মতামত জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন সৈয়দ আশরাফ ইসলাম । তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আমরা বিরোধীদলীয় নেত্রীর ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যদি সুষ্ঠু উত্তর ও ইতিবাচক সাড়া দেন, তাহলে আমরা বিরোধী দলকে সংলাপে বসতে লিখিত প্রস্তাব দেব।এই আলোচনার মাধ্যমে নির্বাচনের সব বিষয় নিয়ে ঐকমত্য হবে বলেও আশা করেন তিনি। তবে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংলাপে বসলে এ সমস্যা সমাধান করা খুব বেশি জটিল নয়। আলোচনার মাধ্যমেই একটি অবস্থানে পৌঁছানো যাবে। হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন। মৌলবাদীদের হাতে কখনোই রাজনীতি ছেড়ে দেওয়া হবে না। হেফাজতের অবরোধ কর্মসূচি নিয়ে সরকারও শঙ্কিত নয়
বিরোধী দলকে সংলাপের জন্য লিখিত প্রস্তাব দেওয়া হবে, স্থানীয় সরকার মন্ত্রী ।
Share This