জি নিউজঃ- বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।গত বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে বিরোধীদলীয় নেতা এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, দাতা সংস্থার প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন। এছাড়াও সাবেক কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরাও এতে অংশ নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল বুশাইরী, ইতালির রাষ্ট্রদূত ড. জর্জিও গুলিয়েমিনো ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন তিনি।ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, মায়ানমার, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন, কানাডা, জার্মানি, ব্রুনাই, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, মরক্কো, কাতার, ব্রাজিল, স্পেন, তুরস্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ডসহ কমপক্ষে ৪০টির বেশি দেশের কূটনৈতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএইড, ডিএফআইডি, জাইকার প্রতিনিধিরাও ইফতারে অংশ নেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক কূটনৈতিক সাফায়েত উল্লাহ হারুন, ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিয়া, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, সমাজবিজ্ঞানী ড. পিয়াস করিম, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রফেসর দিলারা চৌধুরী প্রমুখ। এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, মীর নাসিরউদ্দিন, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান ইফতার মাহফিলে অংশ নেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার
Share This