বিচার বিভাগীয় তদন্ত কমিশন দাবি করেছে -মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার, জি নিউজ ঃ-  গত  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়  বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন ,৫ মে রাতে হেফাজতকর্মীদের মতিঝিল থেকে তুলে দিতে পুলিশের অভিযান শাপলা  এবং এতে হতাহতের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন দাবি করেছে বিএনপি। একই সাথে সরকার এ কমিশন গঠন না করলে, বিএনপি জাতিসংঘে যাবে বলেও হুমকি দিয়েছে। এই ঘটনা সরকারকে আড়াল না করে অবিলম্বে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করুন। তিনি বলেন, তা না করলে আমরা জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাব। সেদিন কেন অভিযানের সময় গণমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়নি, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি‘র সম্প্রচার কেন বন্ধ  করে দেয়া হয়েছে, এসব কারণে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন   দেশে এখন আর সংলাপের কোনো পরিবেশ নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছেন। উল্লেখ্য –  রাজধানী  জুড়ে ৫মে হেফাজতের ব্যাপক তান্ডবের পর রাতে পুলিশ, র্যা ব ও বিজিবি সদস্যরা এক যৌথ অভিযানের মাধ্যমে শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের সরিয়ে দেয়। এ ঘটনায় প্রধান বিরোধীদল বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেই রাতের অভিযানে আড়াই হাজার লোক নিহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা নিয়ে বিরোধীদলের পক্ষ থেকে গুজব  ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জি নিউজ /১০ মে ২০১৩

 

Exit mobile version