বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে: পররাষ্ট্রমন্ত্রী

 

জি নিউজঃ- প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনিতিনি বলেন, “সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিএনপি নির্বাচনে না এলেও নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন হবেসাংবিধানিক সংকটের সুযোগে যে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে, তার সুযোগ আমরা আর দিতে পারি নাআজ (বৃহস্পতিবার) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেনতিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে তার নির্বাচনী এলাকা চাঁদপুরে অবস্থান করছেন।’প্রধানমন্ত্রীর দাওয়াত এখন বহাল আছে’ উল্লেখ করে দীপু মনি বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের যে আহবান জানিয়েছেন, তা এখনো উন্মুক্ত আছেবিরোধী দলীয় নেত্রী যেদিন চাইবেন সেদিনই সংলাপ হতে পারেতবে, বিরোধী দলের সঙ্গে সংলাপের ব্যাপারে আন্তর্জাতিক মহলের কোনো চাপ আছে কি না- সে বিষয়ে কোন উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী এ সময়, অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন হবে এবং এতে কারা কারা থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের ওপর  তা নির্ভর করছে বলেও জানান তিনি এদিকে, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৫ অক্টোবর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে ‘অপবিত্র’ করেছেননভেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের সমাবেশে ওই উদ্যানকে ‘পবিত্র’ করা হবে আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ২২টি সংগঠনের যৌথসভায় এসব কথা বলেন তিনিমায়া আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবেআর ওই নির্বাচনে সব রাজনৈতিক দলকে আসতেই হবেতা না হলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেতাই নাশকতা অরাজকতা ছেড়ে বিরোধী দলকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবানও জানান এ আওয়ামী লীগ নেতা  খবর   রেডিও তেহরান এর  তাঃ- বৃহস্পতিবা র- ৩১ অক্টোবার ২০১৩

Exit mobile version