জি নিউজঃ-বিরোধীদলীয় নেতা ও বিএনপিচেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন।গতকাল সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানিয়েছেন। চীনের দূতের পর কুয়েতে গণমাধ্যমের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইবরাহিম এস আল দাফিনি।শমসের মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ দুটি বৈঠকে ছিলেন। তাঃ-০৭-১০-২০১৩