বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পঙ্কজ শরণের বৈঠক

ks p1জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া  ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার । উল্লেখ –৫ জানুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়ার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। এ সময় বৈঠকে  উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে পঙ্কজ শরণের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শেষ সাক্ষাৎ হয়েছিল। বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর খালেদার সঙ্গে আর সাক্ষাৎ হয়নি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের।এছাড়া বাংলাদেশের সরকার ও একই সঙ্গে জনগণ ও সব দলের সঙ্গে সু-সম্পর্ক রেখে দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চায় ভারত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তাঃ- ১৭ জানুয়ারি, ২০১৪।

Exit mobile version