জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাত সারে৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আজ রাতে ঢাকা যাওয়ার জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যান। সেখানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় অগ্নিদগ্ধ হয়ে দুজন মারা যাওয়ার ঘটনায় চকবাজার থানায় করা একটি এবং নাসিমন ভবনে মারামারির ঘটনায় কোতোয়ালি থানায় করা দুটো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দীন সেলিম জানান, অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় মীর নাছিরকে গ্রেফতার করা হয়েছে। তাঃ-২৯ নভেম্বর ২০১৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরউদ্দিন গ্রেপ্তার
Share This