জি নিউজঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক সময় ঝিনাইদহ সন্ত্রাসের আঁকড়া ছিলো। কোনো মানুষ নিরাপদে ঘুমাতে পারতো না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সেই সন্ত্রাস মুক্ত করেছি। আমাদের লক্ষ্য ছিলো ঝিনাইদহবাসীর শান্তি ফিরিয়ে আনা। আমরা তা এনেছি। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা এসে শুরু হলো হত্যা, মারামারি, সন্ত্রাসী। আসলে বিএনপির জন্মই হলো হত্যা ও খুনের রাজনীতির মধ্য দিয়ে। এছাড়া গত নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করায় ঝিনাইদহবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে কোনো উন্নয়ন করে না। তারা বিদেশে অর্থ পাচার করে। তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আওয়ামী ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঝিনাইদহ ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন। এরপর তিনি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গোলচত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ এর উদ্বোধন করেন। তাঃ- ০৮ অক্টোবর, ২০১৩
বিএনপি ক্ষমতায় থেকে উন্নয়ন করে না তারা বিদেশে অর্থ পাচার করে- প্রধানমন্ত্রী
Share This