গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১। উপজেলা বিএনপি সভাপতির বাড়িতে তল্লাসির নামে ভাংচুর করার অভিযোগ উঠেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনী সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন জায়গায় বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য অভিযান চালায়। এ সময় উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা সোনার পাড়া গ্রামের নবির উদ্দিনের পুত্র সাদা মিয়া (৪০) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। এ দিকে রাত প্রায় ২টার দিকে যৌথ বাহিনী উপজেলা বিএনপি’র সভাপতি ছামছুল হাসান ছামছুলের গ্রামের বাড়ি উত্তর কাজী বাড়ি সন্তোলা গ্রামে তাকে ধরার জন্য অভিযান চালায়। এ সময় তাকে না পেয়ে তল্লাসির নামে যৌথ বাহিনীর সদস্যরা তার থাকার ঘরের সোকেস, খাট, ডেসিং টেবিল, চাল রাখা ড্রামসহ আসবাবপত্র ভাংচুর করে।
এ ব্যাপারে ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বিএনপির সভাপতিকে গ্রেফতার করার জন্য যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। তবে ভাংচুরের কথা তিনি জানেন না বলে জানান।