জি নিউজ বিডি ডট নেটঃ- একতরফা’ নির্বাচন প্রতিরোধে বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে দলটির মহাসচিব আবদুল মান্নান ও সাংগঠনিকসম্পাদক মাহী বি চৌধুরী এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন । বিকল্পধারা মহাসচিব আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, আমরা বিরোধীদলীয় নেতাকে জানাতে এসেছি, বিকল্প ধারা একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত না হয়ে আলাদা কর্মসূচি নিয়েই ‘একতরফা’ নির্বাচন প্রতিহতে বিকল্প ধারা রাজপথে থাকবে বলে দলটির মহাসচিব আবদুল মান্নান জানান। তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা আমাদের জানিয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, সেসব দল সরকারের এই একদলীয় নির্বাচনে অংশ নেবে না। আবদুল মান্নান প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন, আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাব, একদলীয় নির্বাচন থেকে সরে এসে আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠান করুন। এতে গণতন্ত্র টেকসই হবে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে ‘সর্বদলীয়’ সরকার গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না দাবি করে তা প্রতিরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাতে সাড়া দিল বিকল্প ধারা।এদিকে মাহী বি চৌধুরী বলেন, “আমরা সরকারের একদলীয় তামাশার নির্বাচন মানি না। সরকার যদি এই পথে এগোয় ১৮ দলীয় জোটের পাশাপাশি আমরা বিকল্প কর্মসূচি নিয়ে নির্বাচন প্রতিহত করতে রাজপথে থাকব। বিকল্প ধারার সিদ্ধান্তের সঙ্গে ১৮ দলের বাইরে আর কোনো দল রয়েছে কি না- জানতে চাইলে মাহী বলেন, “গণফোরামের ড. কামাল হোসেন একদলীয় নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। এদিকে মাহী বি চৌধুরী ছাড়াও বৈঠকে ছিলেন বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমীন ব্যাপারী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ। বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিকল্প ধারার নেতারা।এ সময় বৈঠকে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।