জি নিউজ অনলাইনঃ- রাজধানী নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ভাসানটেক থানার একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর নয়াপল্টনস্থ মহানগর কার্যালয়ের ভাসানী ভবনের মিলনায়তনে ভাসানটেক থানার একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সাংগঠনিক বৈঠক চলছিল। তবে কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য আবুল খায়ের ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন না। এসময় মহানগর বিএনপির সদস্য এমএম জিলানী ও আলী আজগর মাতব্বর উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন বিএনপি নেতা লেয়াকত আলী ও আবদুর রশিদের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বৈঠক শেষে অফিস থেকে নিচে নামার পর ফের মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ভাসানী ভবনের দোতলা থেকে নুরুন্নবী চৌধুরীসহ ৪ জনকে আটক করে পুলিশ। পরে ভাসানী ভবনের আশপাশের এলাকা থেকে আরও তিনজনকে আটক করে পুলিশ।
বিএনপির মহানগর কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি,৭ জনকে গ্রেপ্তার
Share This