জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রোল বোমায় ১৯ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকালবৃহস্পতিবার রাতে এ মামলা করা হয় শাহবাগ থানায় । এ মামলায় অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে মূল আসামি করে বিএনপির ৯ শীর্ষ নেতাসহ যুবদল, ছাত্রদল ও জামায়াতের মোট ১৭ নেতার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, অবরোধের সমর্থনে অগি্নকাণ্ডে সহায়তা, মদদ ও অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. মাসুদ।শাহবাগ থানার উপপরিদর্শক সোহেল রানার দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত, আইন-শৃঙ্খলা বিঘি্নত করা এবং অবরোধ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতি দেন। তা ছাড়া রাজধানীকে কয়েকটি অংশে ভাগ করে নাশকতা চালানোর জন্য সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম ও সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তাদের সহায়তার জন্য আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ওবায়দুল হক নাছির, মহিদুল ইসলাম হিরু, মাসুদ রানা, হুমায়ুন কবির রওশন, সাইফুল আলম নিরব, মামুন হাসান এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. মাসুদসহ ১৮ দলের নেতাদের উস্কানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, মদদ ও অর্থায়নে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে ও গুরুতর জখম করেছে। এবিষয়ে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নাশকতায় সরাসরি জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া এজাহারভুক্ত ইন্ধন, অর্থায়ন ও উস্কানিদাতা আসামিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমার আগুনে চালকসহ ১৯ যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে গতকাল পর্যন্ত এক স্কুলছাত্রসহ দু’জন মারা গেছে। ওই ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করা হলেও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুর্বৃত্তদেরও চিহ্নিত করা যায়নি বলেও জানায় যায় ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সহ ১৭ নেতার বিরুদ্ধে মামলা
Share This