জি নিউজঃ- বিএনপির ইফতারে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগের কারো যোগ না দেয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন– বিএনপির ভারপ্রাপ্ত মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা সকালে শুনেছি- তারা বিরোধী দলীয় নেতার ইফতারে আসবেন। আমরা উৎসাহিত হয়েছিলাম। তারা আসলে দেশবাসী একে ইতিবাচক হিসেবে দেখতো। কিন্তু আওয়ামী লীগের নেতারা এই ইফতারে আসেননি। এটা দুভার্গ্যজনক। জাতীয় পার্টিও এ ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করেছে। গতশনিবার জাতীয় সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের’ এলডি ভবন প্রাঙ্গণে এই আয়োজনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কয়েকজন নেতা অংশ নেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদে বলেন, “ক্ষমতাসীন দলের সদস্যরা বিরোধী দলীয় নেতার ইফতারে আসেননি, এটা দুঃখজনক। তবে আমরা মনে করি- তারা এই ইফতারে যোগ না দিয়ে সমঝোতার রাজনীতির একটি সুযোগ হারালো। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সংস্কৃতিতে ইফতারে কেউ আমন্ত্রণ জানালে তাতে অংশ নেয়াটা সৌজন্যতা। এ প্রসঙ্গে জাতীয় পার্টির ইফতারে সব দলের নেতাদের অংশ নেয়ার কথা উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ক্ষমতাসীন দল বিরোধী দলের নেতার ইফতার যোগ দেয়নি, এটা নতুন কিছু নয়। আমি এতে অবাক হইনি।
বিএনপির ইফতারে আওয়ামী লীগের যোগ না দেয়া ‘দুর্ভাগ্যজনক ’- মির্জা ফখরুল ইসলাম
Share This