বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না- ড. মোশাররফ

 

স্টাফ রিপোট,জি নিউজঃ-  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন  বলেছেন –  বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না তিনি বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে মোশাররফ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বর্তমান নির্বাচন কমিশন সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনএফ নামে একটি দলকে নিবন্ধন দিতে চাচ্ছেযাদের কোনো অস্তিত্ব নেই শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত “আগামীর বাংলাদেশ ও নতুন প্রজন্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনতিনি বলেন, বর্তমান সরকার বুঝতে পেরেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে নাতাই বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়গণতান্ত্রিক বাংলাদেশেকে ধ্বংস করতে অন্যদের মুখাপেক্ষি হিসেবে পরিণত করতে চায় তিনি বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারেক রহমানকে তারাই ভয় পায়অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছেএখনও ষড়যন্ত্র অব্যহত রয়েছেকোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম প্রস্তুত হচ্ছে, বাংলাদেশকে সুখীসমৃদ্ধ আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতেযার নেতৃত্ব দিবে তারেক রহমান সংগঠনের সভাপতি ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়তাঃ- শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

Exit mobile version