বাধা নেই আমার দেশ পত্রিকা প্রকাশে: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকা প্রতিনিধি: জি নিউজ ,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক আমার দেশ প্রকাশের অনুমোদন বাতিল করা হয়নি। ঢাকা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে অন্য প্রেসেও তারা প্রকাশনা চালিয়ে যেতে পারে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন , ফৌজদারি অপরাধের কারণে দৈনিক আমার দেশ  পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর সঙ্গে পত্রিকার ডিক্লারেশন বা সংবাদপত্রের স্বাধীনতার কোন সম্পর্ক নেই। পত্রিকাটি অন্য জায়গা থেকে প্রকাশ করতেও কোন বাধা নেই। তবে এ জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে। তিনি জানান, আমার দেশ পত্রিকার সম্পাদকের গ্রেপ্তারের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মাহমুদুর রহমান নীতিহীনভাবে সাইবার অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা মামলাগুলো সাইবার ক্রাইম-সংক্রান্ত অপরাধ ও সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই আইনের ৮০ ধারা অনুযায়ী ছাপাখানার মালামাল জব্দ করা হয়েছে। পত্রিকাটি ছাপানো বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন,  দ্য প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট অনুযায়ী, ছাপাখানা পরিবর্তন করতে হলে আগে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এখানে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহমুদা বেগম নামের একজনকে  আমার দেশ  পত্রিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে সাময়িক সময়ের জন্য আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি ছাপানো হবে মর্মে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি দেয়া হয়। পরে জানা যায় মাহমুদা বেগম ,আমার  দেশ  পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা। তিনি এই পত্রিকার সঙ্গে পেশাগতভাবে সম্পৃক্ত, এমন কোন তথ্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নেই। এতে বোঝা যায়, মাহমুদুর রহমান উদ্দেশ্যমূলকভাবে তার মাকে ব্যবহার করেছেন। তার কাছে রাজনৈতিক ও গোষ্ঠীস্বার্থ বড়।

 

 

 

 

 

 

Exit mobile version