জি নিউজ বিডি ডট নেট ঃ- ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন আজ। বাঙালির মনে বসন্তের রঙিন ছোঁয়া লাগবে। যদিও দেশের মানুষের মধ্যে বিরাজ করছে নানা শঙ্কা। এর পরও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলবে বসন্ত উৎসব। তরুণ মনের আবেগের বিহ্বলতা ছড়িয়ে প্রতিবছর বসন্ত আসে ভালোবাসার ডাক দেওয়া কোকিলের কুহুতানে। এবারের বসন্তে শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া ফুটবে ঠিকই, কোকিলের কুহুতানেও মুখরিত হবে নিসর্গ প্রকৃতির সবুজ অঙ্গন। এরই মধ্যে প্রকৃতিতে বসন্তের রঙ লেগেছে, তবেদিনপঞ্জির হিসাবে তার অভিষেক আজকের নতুন সূর্যের অভ্যুদয়ে।’বসন্ত’ মানেই ফুলের স্ফুরণ। চোখ-ধাঁধানো ফুলের সমাহার। ফুলের সৌন্দর্য দেখে রবীন্দ্রনাথ গেয়েছিলেন_ ‘আজি এ বসন্তে এত ফুল ফোটে…’। শুধু কি তাই, নজরুলও অশোক-কিংশুকে বিমোহিত হয়ে লিখেছিলেন_ ‘এল খুলমাখা তূণ নিয়ে/খুনেরা ফাগুন।আগুনরাঙা এই ফাল্গুনে অশোক-পলাশ-শিমুলের রঙ শুধু প্রকৃতিতেই উচ্ছ্বাসের রঙ ছড়ায় না, ছড়ায় ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের রক্ত-রঙিন স্মৃতির ওপরও। বায়ান্নর ৮ ফাল্গুনের তথা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার মিলেমিশে একাকার। তাই ফাগুন এলেই আগুন জ্বলে মনে; ফাগুন এলেই কোকিল ডাকে বনে। যখন বসন্ত জাগ্রত দ্বারে; তখন অশোক, রক্তকাঞ্চন, কনকলতা আর পলাশ-শিমুলের রঙ ছড়ানো দিনে কোকিলের ডাক উদাস করে দেয় আবেগবিহ্বল বাঙালির হৃদয়। ফুলের মঞ্জরিতে মালা গাঁথার দিন বসন্ত কেবল প্রকৃতিকেই রঙিন করেনি, রঙিন করেছে আবহমানকাল ধরে বাঙালি তরুণ-তরুণীর প্রাণও। তাই আজও মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙ শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি-পাজামা ও ফতুয়ায় শাশ্বত বাঙালি সাজের উৎসবের হাওয়ায় ভেসে বেড়াবেন শাহবাগ, চারুকলা, টিএসসি, অমর একুশে গ্রন্থমেলাসহ নগরীর এখান থেকে ওখানে_ কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা।বৃক্ষনিধন আর ফ্ল্যাট কালচারে নিষ্প্রাণপ্রায় এই কংক্রিটের জঙ্গলে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, মিন্টো রোড, বলধা গার্ডেন, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণ ফুলে ফুলে উচ্ছল-উজ্জ্বল এখনও বাসন্তী হাওয়ায়। এসব এলাকায় কোকিলের কুহুস্বরে মুখর পরিবেশে মন যেন কোনো উদাসলোকে হারিয়ে যেতে যায়। মৃদুমন্দ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ জানিয়ে দিয়ে যায়, সত্যি সত্যি সে ঋতুর রাজা।উনিশ বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। ‘এসো প্রাণের উৎসবে’_ চিরায়ত এ স্লোগান ধারণ করে সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের সুর-মূর্ছনা দিয়ে শুরু হবে এ উৎসব; সাড়ে ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একযোগে অনুষ্ঠান চলবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, চারুকলার বকুলতলা ও ধানম ির রবীন্দ্রসরোবরে। শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বসন্ত উৎসবে প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। এ সময় বসন্তকথনে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিরা।তাঃ-১৩ ফেব্রুয়ারি, ২০১৪।
বসন্তের প্রথম দিন আজ পয়লা ফাল্গুন
Share This