বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরিকে গার্ড অব অনার

অনলাইনডেস্ক:-অসম্ভবকে সম্ভব করতে কেনা চায়! আর বিশেষ করে সেলিব্রিটি হলে তো কথাই নেই।বলিউড অভিনেত্রী পেলেন গার্ড অব অনার।না সিনেমায় নয়।বাস্তবে এই সম্মান পেলেন নার্গিস ফাকরি।
ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে ভারত সরকার।

 কর্ণাটকের মহীশূরের কাবিনি অভয়ারণ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে ‘সেভটাইগার’ অনুষ্ঠানের দৃশ্যায়নে অংশ নিতে গিয়ে ছিলেন তিনি। তখনই ৩৪বছর বয়সী এই অভিনেত্রীকে গার্ড অব অনার দেন বনকর্মীরা। দৃশ্য ধারণ শুরুর আগে নার্গিসকে স্যালুট জানান স্পেশাল টাইগার প্রোটেকশনফোর্সের (এসটিপিএফ)-এর একদল রক্ষী।

 দলটির নেতৃত্বে ছিলেন সহকারী বনরক্ষ কলিঙ্গ রাজু। তবে অভিযোগ ওপিছু ছাড়েনি নার্গিসের ।তাকে সম্মান জানিয়ে নিয়ম লঙ্ঘন ওবনবিভাগের ভাবমূর্তিকে অবমান না করেছেন বনকর্মীরা, এমনই দাবি তুলেছেন পরিবেশবিদরা।

 তাঁদের যুক্তি, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি অধিকর্তা, সরকারি অতিথি এবং অন্য সাংবিধানিক পদাধিকারী ছাড়া কাউকে এমন সম্মান জানানোর নিয়ম নেই। যদিও সরকারি নির্দেশে ব্যক্তি বিশেষে এই সম্মান দেওয়া যায়৷।নার্গিসকে কারও নির্দেশনা ছাড়াই গার্ড অব অনার দেওয়া হলোকি-না তা নিয়েও তদন্তের দাবি তুলেছেন পরিবেশবিদরা।সূত্র : ইন্টারনেট

Exit mobile version