bnh-16.htm জি নিউজ বিডি ডট নেট ঃ- ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারের হয়ে কাজ করছে। এ ইসির অধীনে জাতীয় নির্বাচনে যাওয়া কোনো দলেরই ঠিক হবে না । বর্তমান দেশে চলমান সংকট নিরসনে সংলাপে বসতে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিও আহ্বান জানান সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মওলানা ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা উপলক্ষে ন্যাপ (ভাসানী) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটি নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হবে। আর এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন। তাই বিরোধীদলীয় নেতাকে সংলাপে বসে দেশের সংকট উত্তরণে ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি।সংবিধানের ৫৬ (১) ধারা উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট এ আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, মন্ত্রীরা যেহেতু প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেহেতু তাদের আর পদ নেই।তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সংবিধানকে বিভিন্ন উপায়ে কাটাছেঁড়া করে নিজের মতো করে সাজিয়েছেন। দেশে এখন আইনের শাসন নেই বরং আইনকেই শাসন করছে দেশ। দেশের ক্রান্তিকালে দুই দলকেই সংলাপে বসতে হবে। এতে দেশের মানুষ মুক্তি পাবে। এই স্মরণসভায় সভাপতিত করেন ন্যাপ (ভাসানী) চেয্যারম্যান মোসতাক আহমেদ ভাসানী । তাঃ- শনিবার ১৬ নভেম্বর ২০১৩
বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারের হয়ে কাজ করছে – নাজমুল হুদা
Share This