অনলাইন ডেস্ক:- বগুড়ায় দিনেদুপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে । নিহত জিয়াউল হক জিয়া (৩০) বগুড়া শহরতলীর ধরমপুর এলাকার প্রয়াত রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন। সূত্রে জানা গেছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডর এই ঘটনা ঘটেছে।গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা রাজাবাজারের সামনের সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পবিার দুপুর আড়াইটার দিকে রাজাবাজারের ভেতর থেকে একদল যুবক জিয়াকে ধাওয়া করে। জিয়া পালিয়ে যাওয়ার সময় রাজাবাজারের সামনের সড়কে পড়ে যান। সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় হামলাকারীরা।
এদিকে বগুড়া সদর থানার ওসি ফয়জুল হক জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।