ফের ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে- ১৮ দলীয় জোট

জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শনিবার ভোর ৬টা থেকে আবারও টানা ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ চলবে। বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ১৮ দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন। তবে তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা হলে অবরোধের এ কর্মসূচি  তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। একতরফা নির্বাচনের তফসিল বাতিল, সরকারি এজেন্ট কর্তৃক নাশকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও বিরোধী দলের নেতাদের গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে এটি জোটের তৃতীয় দফা অবরোধ কর্মসূচি।এদিকে গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি ও ভিডিও বার্তায় দল এবং জোটের বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তাঃ-০৬ ডিসেম্বর, ২০১৩

Exit mobile version