ফেব্রুয়ারির মাঝামাঝিতে উপজেলা নির্বাচন – সিইসি

csc 17জি নিউজ বিডি ডট নেট ঃ- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রথম দফায় মেয়াদোত্ত্বীর্ণ উপজেলাগুলোর নির্বাচন করা হবে । গতকাল শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, “আমরা এখন মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলেছি কখন কিভাবে নির্বাচন করব। কারণ, সামনে ছাত্র/ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই আমরা। যেহেতু আইনী বাধ্যবাধকতা রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সবগুলো উপজেলায় এক সঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। কারণ, এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করব। কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরিই সিদ্ধান্ত নেব। আপনারা সময় মতো জানতে পারবেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা  বৈঠকে উপস্থিত ছিলেন।তাঃ-১৯-০১-২০১৪।

Exit mobile version