প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ কার্ড উপহার দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
জি নিউজ অনলাইনঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে এ ঈদ শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছে, খালেদা জিয়ার গুলশান ২ এর বাসভবনে কার্ডটি বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এসএম খুরশিদ-উল-আলম পৌঁছে দেন। কার্ড গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দলের পক্ষ থেকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এ কার্ড নিয়ে যান বিএনপি’র সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন এবং শামীমুর রহমান শামীম। আওয়ামী লীগের পক্ষ থেকে কার্ড গ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক আবিদুর রহমান লিটু ও সেকেন্দার আলী।