স্টাফ রিপোর্টার: আশুলিয়ার পোশাক শ্রমিকরা আবার বিক্ষোভ করেছে। কারখানা বন্ধের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজ শনিবার সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আশুলিয়ার জামগড়া এলাকা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ওশান ডিজাইন ও ডংলিয়ান ফ্যাশনসহ বেশ কয়েকটি কাখানার শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নেন।আজ শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্র্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখে তাদের এ বিক্ষোভ শুরু হয়।এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাপুর বাইপাইল সড়ক অবরোধ করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস ও শারমিন গ্রুপের পোশাক কারখানাসহ বেশ কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা বেতনবৃদ্ধি ও নিরাপত্তারা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
পোশাক শ্রমিকরা আবার বিক্ষোভ করেছে
Share This